যশোরের অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন থেকে ইজিবাইক চোর সহ ইজিবাইক উদ্ধার করেছে স্থানীয় জনতা ।গতকাল সোমবার সন্ধ্যা ৭টার সময় বসুন্দিয়া মোড় হইতে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, চোরটি সন্ধায় ইজিবাইক স্টান্ডে থাকা ইজি বাইকটির তালা ভেঙে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে এ খবর জানাজানি হলে ইজি বাইকটির মালিক মুরাদ সবাইকে জানিয়ে দেয়। তাৎক্ষণিক প্রেমবাগ গেট ইজিবাইক স্ট্যান্ডে জানানো হলে সকলে সতর্ক হয়ে ইজিবাইকটি খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায় খুঁজতে খুঁজতে রাত ৮টার দিকে প্রেমবাগ বিশ্বাস বাড়ির সামনে থেকে স্থানীয় জনগণ চোরসহ ইজিবাইকটি আটক করে এবং সাথে সাথে অভয়নগর থানায় জানান। তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থলে এসে কে আটক করে থানায় নিয়ে যায়।
অভয়নগরে ইজিবাইক চোরসহ ইজিবাইক উদ্ধার

