শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতে পাচার হওয়া যুবতীকে ৩ বছরপর বাংলাদেশে হস্তান্তর

আরো খবর

বেনাপোল প্রতিনিধিঃ-
মোটা অংকের টাকা চাকুরির প্রলোভনে ভারতে পাচার হওয়া এক যুবতীকে দীর্ঘ ৩ বছরপর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা আকলিমা বেগম পিংকি
আদুল মান্নান মিয়ার মেয়ে।।হবিপুর পশ্চিমপাড়া জগনাথপুর. সুনামগজ্ঞের অধিবাসি।
প্রতারক নাহিদ শেখ পিতা সহিদুল গাজি খুলনা কালিয়ানি যুবতীকে ভাল চাকুরির প্রলোভনে ভারতে পাচার করে। ১৫০০০টাকা নিয়ে ভারতে নেওয়া হয় তাকে।হায়দারাবাদে বিক্রি করা হয়।
পাসপোর্ট নিয়ে যায় নাহিদ।.পরে তার ঠাই হয়
রেসকিউ হোম কউকাত পল্লি হায়দারাবাদে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি ঢাকা  প্রগ্রাম অফিসার যশোর রেখা বিশ্বাস জানান.দু দেশের মানবধিকার সংগঠন ও সরকারের সহযোগিতায় ৩িন বছরপর দেশে ফেরে তারা।  পোর্ট থানা পুলিশের মাধ্যমে ভিকটিমকে জিম্মায় নেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।##

আরো পড়ুন

সর্বশেষ