কেশবপুর প্রতিনিধি ;- গত বৃহস্পতিবার সন্ধ্যায়
কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের আসাদুল
সর্দারের( ৪০)মেয়ে খাদিজা খাতুন ( ১৩) বেতিখোলা
দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনী (ক্লাস সিক্সে) পড়ুয়া
মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে মেয়ের পিতাকে ৬ মাসের
কারাদণ্ড প্রদান করেছেন।
সামাজিক ও পারিপার্শ্বিক কারণে সরকারের মহতী
উদ্যোগ ও ব্যর্থ হচ্ছে। কোনভাবেই ঠেকানো যাচ্ছে না
বাল্যবিবাহ
কেশবপুরের পল্লীতে বাল্যবিবাহের অভিযোগে কোনের পিতাকে ছয় মাসের জেল

