শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ১৫ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী  আটক

আরো খবর

বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ (১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর-পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমানুর বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, এক স্বর্ণ পাচারকারী দৌলতপুর পুটখালি সড়ক দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছে এমন গোপন খবরে, সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করে তাকে আটক করা হয়। এসময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সীটের নিচ থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।
স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ