শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর জেলা শিল্পকলা একাডেমি নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন অনুষ্ঠানের ৫ মাস ৩ দিন পর ঐতিহাসিক যশোর মুক্ত দিবসের প্রাক্কালে আজ সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ দায়িত্বভার গ্রহণ করেছে। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় নতুন কমিটির ১০ জন উপস্থিত ছিলেন। তারা হলেন : সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যুগ্ম সম্পাদক অনুপম দাস ও চঞ্চল কুমার সরকার, নির্বাহী সদস্য অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, শহিদুল হক বাদল ও মো. আতিকুজ্জামান রনি। তারা সবাই লাল-সবুজ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।
দায়িত্বভার গ্রহণের পর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান নবনির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান। শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. হায়দার আলীসহ একাডেমির সহকারীরাও কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে ওইদিন সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে চাঁচড়া বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জা¡লন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে একইস্থানে এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি নেয়া হয়েছে।
এছাড়া, করোনা পরিস্থিতিতে স্থগিত দুটি কর্মসূচিসহ চলতি বছরের কর্মসূচিসমূহের প্রাথমিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তী সভায় এসব বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২ জুলাই জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ জন কর্মকর্তা বিজয়ী হন। গঠনতন্ত্র অনুসারে অপর ৪ জন সদস্যকে কেন্দ্রীয় শিল্পকলা একাডেমি এবং একজনকে জেলা প্রশাসক মনোনয়ন দেবেন। তাদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিলম্বিত হয়। নতুন সদস্য মনোননয়ন ছাড়াই কমিটিকে দায়িত্ব গ্রহণের কেন্দ্রীয় নির্দেশনা আসার পর জেলা কালচারাল অফিসার সভা আহ্বান করেন।

আরো পড়ুন

সর্বশেষ