বেনাপোল সীমান্ত প্রতিনিধি
দেশব্যাপী যখন জ্বালানি তেল ও পন্য পরিবহনসহ যাত্রাবাহি বাসের ভাড়া বৃদ্ধিতে চলছে আলোচনা-সমালোচনা এ সময়ে যশোরের শার্শা বেনাপোলে এলপি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। সাড়ে ১৩শ থেকে ১৪শটাকায় বিক্রি হচ্ছে গ্যাস।বাজার মনিটরিং না থাকায় ব্যাবসায়িরা দাম নিচ্ছে ইচ্ছামতো।
দেশে কয়েক দফয় এলপি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। গত সপ্তাহে আরেক দফা দাম বাড়িয়ে দেওয়া হয় গ্যাসের দাম। সাড়ে১২লিটার এলপি গ্যাস ১ হাজার১৪৫টাকা থেকে করা হয় ১ হাজার ৩১৩টাকা। নিয়ম মানছে না শার্শা বেনাপোল নাভারন বাগআচড়া গোগা সাড়াতলা বাজারের ব্যাবসায়িরা। রান্নার কাজে ব্যাবহৃত গ্যাসের দাম বৃদ্ধিতে নিন্ম আয়ের মানুষের নাভিশ্বাস বাড়ছে। দাম কমানোর দাবি তাদের

