শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আরো খবর

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলে যশোরের ঝিকরগাছায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি দমন কমিটি এসব কর্মসূচি পালন করে।
উপলে সকালে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা মোড়ে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন পালন করা হয়। তার আগে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই স্লোগানে দুর্নীতি দমন ও প্রতিকারে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, পুলিশের উপ-পরিদর্শক এটিএম তরিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সভায় বিভিন শিক্ষাœ প্রতিষ্ঠানের প্রধান, এনজিওকর্মী এবং সামাজিক স্ংাস্কৃতিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ