‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি ’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরের অভয়নগরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলায় আওয়ামীলীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাগর হুসাইন, উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা আহসান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অভয়নগরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত

অভয়নগর প্রতিনিধি
Previous article
Next article
