শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দুই কোটি ৮০ হাজার টাকার সোনার বার জব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

যশোরের চৌগাছায় সোয়েটারের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই কোটি ৮০ হাজার টাকা মূল্যের প্রায় দুই কেজি সোনাসহ নাজমুল হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাজমুল চৌগাছা উপজেলার ঝিনাইকুণ্ডু গ্রামের শরিফুল ইসলাম বাবুর ছেলে।

বিকেলে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে অভিযান চলাকালে তারা দেখতে পান মোটরসাইকেল চালিয়ে এক যুবক তিলকপুর সীমান্তের দিকে যাচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাতে যাওয়ার সময় ধাওয়া করে তারা নাজমুল হোসেনকে আটক করে। এরপর তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ হাজার টাকা। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা ও সোনার বার ট্রেজারিতে জমাদানের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ