শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে হবে- জেলা প্রশাসক

আরো খবর

 

বিশেষ প্রতিনিধিঃ বুধবার বিকাল চারটায় যশোর টাউন হল মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে এক আলোচনা সভা যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধা একরামউদ্দোলা, বীর মুক্তিযোদ্ধা সেতারা খাতুন, সুকুমার দাশ, দীপংকর দাশ, সাংবাদিক ফরাজি আহমেদ সাইদ বুলবুল ও সাধন দাশ। এ সময় উপস্থিত ছিলেন ডিডিএলজি হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন, রাজনীতিবিদ আমিরুল ইসলাম রন্টু ও যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহাসহ বিভিন্ন সুধীজন। সভায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেন, ১৯৭১ সালে বিজয় যখন নিশ্চিত হতে যাচ্ছে তখন নবসৃষ্ট দেশ যাতে উন্নয়ন না করতে না পারে, শিার েেত্র এগিয়ে না যায়, চিকিৎসায় যাতে এগিয়ে না যেতে পারে সেই কারণে সেদিন সকল বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে গিয়ে রায়ের বাজারে হত্যা করা হয়। কিন্তু পাক হানাদার বাহিনীর উদ্দেশ্য সফল হয়নি। দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাকে হত্যা করা হয়। বহুদিন পর আবার জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, অর্থনীতির ভিত মজবুত হচ্ছে। দেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়ে গেছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি, যারা কলম যোদ্ধা ছিলেন তাদেরকে হত্যা করা হয়। সেই নিরস্ত্র কলম সৈনিক দের হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে নেয়ার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যার্থ করে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ