শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর চেম্বার নির্বাচনে দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতায় ৩৬ প্রার্থী, ১১ জনের প্রত্যাহার

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ৪৭ প্রার্থীর মধ্যে দুই প্যানেল থেকে ১১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। ফলে ২১ পদের বিপরীতে ৩৬ প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, ব্যবসায়ী অধিকার পরিষদের কবু-মিজান-মিঠু প্যানেল থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আব্দুল মোনায়েম ও সহযোগী থেকে ফিরোজ খান।
ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে প্রত্যাহার করেছেন সাধারণ সদস্য বদরুজ্জামান বাবলু, আবু হোসেন, আবুল হোসেন, রকিবুল ইসলাম চেীধুরী, শেখ শওকত আলী রনি, মো. গুলশান, কুদ্দুস আলী, শেখ নূর ইসলাম ও শহিদুল ইসলাম।
ব্যবসায়ী অধিকার পরিষদের কবু-মিজান-মিঠু প্যানেল থেকে চূড়ান্ত প্রার্থীরা হলেন সাধারণ সদস্য পদে এএসএম হুমায়ুন কবীর কবু, মিজানুর রহমান, আসাদুজ্জামান মিঠু, আহসান হাবীব চৌধুরী, মজিবর রহমান, আব্দুল মালেক, মাহাবুব আলম লাবলু, রবিউল ইসলাম রবি, আহসান কবির নিপু, জাকির হোসেন পলাশ, কামাল হোসেন পলাশ, মহাসিন আলী।
সহযোগী সদস্য পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন, সাহিদুর রহমান টিটো, জিল্লুর রহমান, মশিয়ার রহমান, শাহীন রেজা, হাফিজুর রহমান শিলু ও শেখ সাইদুর রহমান।
অপরদিকে, ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন, মিজানুর রহমান খান, সাজ্জাদুর রহমান সুজা, সায়েম সিদ্দিকী, এজাজ উদ্দিন টিপু, আব্দুল হামিদ চাকলাদার, সাকির আলী, এহসানুর রহমান, মকছেদ আলী, কাসেদুজ্জামান সেলিম, খায়রুল কবির, শেখ আতিকুর রহমান বাবু, শাহিনুর হোসেন ঠান্ডু। সহযোগীরা সদস্যরা হলেন, শাহাজাহান আলী খোকন, সোহেল মাসুদ হাসান টিটো, তৌহিদুর রহমান, আজিজুর রহমান খান, ইদ্রিস আলী, রিজভী জাহাঙ্গীর কিবরিয়া।
তফশিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৯ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামী ২০২৩ সালের ৭ জানুয়ারি হবে ভোট গ্রহণ। কালেক্টরেট স্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ