নিজস্ব প্রতিবেদক: যশোরে ুদে শিার্থীদের নিয়ে হয়ে গেল একটি বিশ্বকাপের উৎসব। যার আয়োজনে ছিল ব্রাদার্স টিটোস হোম। তাদের শিার্থীদের নিয়ে গঠন করা হয় দুটি দল। নাম দেওয়া হয় বাংলাদেশ ও আর্জেন্টিনা। লাল সবুজের জার্সি পরিহিত শিশুদের মধ্যে ছিলো ভিন্ন এক আমেজ। আর আকাশী নীল জার্সি পরিহিত শিশুদের মধ্যেও একই অবস্থা।সোমবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহে শিশুদের এ ম্যাচটি অনেকেই উপভোগ করেছেন আনন্দ চিত্তে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এজেডএম সালেক, জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুক মোহাম্মদ সাথী, প্রেসকাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ব্যবসাীয় ও সমাজসেবক জাকির হোসেন পলাশ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা একটি সুস্থ-মেধাবি একটি প্রজন্ম চাই। সেই প্রজন্মকে সুস্থ ও মেধাবি ভাবে পরিচালিত করতে চাই; তাহলে শুধু পড়াশুনা করলেই হবে না। একাডেমিক পড়াশুনার বাইরে যে কাজটি করতে হবে সেটি ক্রীড়া চর্চা। ক্রীড়া চর্চা যে শুধু শরীরের চর্চা তা কিন্তু নয়; এটি মানুষের বিকাশ ঘটায়। সুস্থ চিন্তা-সুস্থ জীবনবোধ ঘটায়।অভিভাবকদের উদ্যেশ্যে তিনি বলেন, সন্তানদের যে শুধু জিপিএ-৫ পাওয়ার আকাঙ্খা না করে ভালো মানুষ গড়ার আকাঙ্খা করতে হবে। ছেলে মেয়েদের ডিভাইস আসক্তি থেকেও অভিভাবকদের রা করতে হবে। শেষ পর্যন্ত এ ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনাকে। খেলা শেষে বিজয়ী বাংলাদেশ দলের হাতে বিশ্বকাপের আদলের ট্রফি তুলে দেয়া হয়।
যশোরে বাংলাদেশের কাছে হেরে গেল আর্জেন্টিনা

