যশোরে ”খোকা থেকে বঙ্গবন্ধু” গ্রহন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আযম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম,মহপরিচালক মুহম্মদ মনসুরুল আলম, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম মিলন। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক তমিজুল ইসলাম খান। এউপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

