শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে টিসিবির পন্য কিনতে মানুষের উপচেপড়া ভীড়

আরো খবর

অভয়নগর প্রতিনিধি
দ্রব্যমুল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে জনজীবনে যখন হাহাকার দেখা দিয়েছে, ঠিক তখনই নিম্ন আয়ের মানুষের জন্য আশির্বাদ হয়ে দেখা দিয়েছে টিসিবির ট্রাক। এদিন যশোরেরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে টিসিবির (ট্রেডিং কার্পোরেশন বাংলাদেশ) পন্য কিনতে মানুষের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে। ভোর থেকে কার্ডের মাধ্যমে পন্য কিনতে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমায়। গতকাল শনিবার সকালে নওয়াপাড়া পায়লট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে টিসিবির পন্য বিক্রয় করে মেসার্স তুর টেডার্স। এসময় উপজেলা এলাকার হাজিরা খাতুন নামের একজন নারী বলেন, চাল ডালের যে দাম তাতে আমাদের মত গরিব মানুষদের বেঁচে থাকা দুস্কর হয়ে পড়েছে। তাই কষ্ট করে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে কম টাকায় পণ্য কিনতে এসেছি। প্রফেসরপাড়ার লতিফা বেগম জানান, পরিবারে ৪/৫ জন সদস্য, কোনমতে জীবন জীবিকা নির্বাহ করতে হিমসিম খাচ্ছি। টিসিবির ডিলার দেলােয়ার হোসেন জানান, ৪২০ টাকা প্যাকেজে ১ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি ডাল  মোট ১০৭৪ জনের কাছে বিক্রি করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ