শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল জমিজমা নিয়ে বিরোধ, গাছি দা’র কোপে কৃষক খুন

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল রাজাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গাছি দা এর কোপে মোঃ মিজানুর রহমান (৬৫) কৃষকের মৃত্যু হয়েছে।নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আল বাহারের ছেলে। পুলিশ অভিযুক্ত আাসামী সাইফুল ইসলাম (৫০)কে আটক করেছে। আটক আসামি বেনাপোল খড়িডাঙা গ্রামের সন্তোষের ছেলে

পুলিশ ও স্বজনেরা জানায়.খড়িডাঙ্গা গ্রামের সাহেব আলীর জমি বর্গা চাষ করতেন ভিকটিম মিজানুর রহমান। ভিকটিমের বর্গা চাষকৃত জমির পাশেই আসামি সাইফুলের জমি। উক্ত জমি নিয়ে বিরোধের জেরে গাছি দা দিয়ে সাইফুল তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পোর্ট থানার ওসি কামাল হোসেন।

আরো পড়ুন

সর্বশেষ