শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মারামারির ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ১১ জনার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী  প্রদীপ তরফদার। সিরাজ সিঙ্গা হাতিয়ারহাট এলাকার মৃত ভাগ্য তরফদারের ছেলে প্রদীপ তরফদার একই এলাকার ১১ জনের বিরুদ্ধে মঙ্গলবার যশোরের আদালতে মামলা দায়ের করেন। জানাগেছে, গত ২৩ শে ডিসেম্বর বাদির বাড়িতে মারামারির ঘটনা ঘটে। মামলায় উল্লেখ্য,পূর্ব শত্রুতার জের ধরে আসামিপক্ষ বিভিন্ন সময়ে বাদিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে। এ সময়ে বাদী মৌখিকভাবে প্রতিবাদ করার চেষ্টা করলে তার উপরে উপর্যুপরি হামলা চালায় আসামিপক্ষ। এতে আহত হয় ৬ জন তার মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। এঘটনায় বাদি প্রতিবন্ধী প্রদিপ দরফদার বাদি হয়ে হয়ে যশোরের আদালতে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ