শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নয় তলার ছাদ থেকে লাফিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে নয় তলার ছাদ থেকে লাফ দিয়ে শুকুমার দাশ (৭৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ দিকে শহরের পশ্চিমপাড়া খালধার রোড়ের আখপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত শুকুমার খালধার রোডে আব্দুর রহমান কিনার মালিকাধীন নয় তলার তৃতীয়তলার বাসিন্দা। নিহতের শালিকা রিনা সরকার ও কাজের মেয়ে পারুল জানান, শুকুমার মানসিক রোগী ছিলেন। সপ্তাহ খানেক আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এসেছে। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করে। বুধবার বিকালে বিল্ডিংয়ের নয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শুকুমার দাশ মানসিক রোগী ছিলেন বলে শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।#

আরো পড়ুন

সর্বশেষ