শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মানবপাচারের ভিকটিমদের সেবায় সমন্বিত উদ্যোগ জরুরী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
যশোরে মানবপাচারের ভিকটিমদের সমন্বিত সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় রেফারেল কাঠামোর পথকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের একটি হোটেলে ইনসিডিন বাংলাদেশ ও রাইটস যশোরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ( রাজনৈতিক ও আইসিটি) জিএসএম জাফর উল্লাহ। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী। বক্তব্য রাখেন ইনসিডিন বাংলাদেশর নির্বাহী পরিচালক একেএম মোস্তাক আলী, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মানবপাচারের শিকার ভুক্তভোগীদের সেবা নিশ্চিত সরকারি, বেসরকারি ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে জাতীয় রেফারেল কাঠামো প্রণয়ন করতে হবে। রেফারেল কাঠামো ঠিক করতে পারলে যার যার জায়গা থেকে সেবার নিশ্চিত সহজ হবে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ