শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন ১ ভোটে বাজিমাত করলেন শার্শার মিন্টু

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন শার্শার সালেহ আহম্মেদ মিন্টু।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদে অনুষ্টিত প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ১ ভোটের ব্যাবধানে বিজয়ী হন তিনি।
স্থানীয় সরকারকে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে গ্রাম্য অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়নে ও সু শৃঙ্খল দেশজাতি গঠনে জলা পরিষদের কার্য্যক্রম ইতিমমধ্যেই দেশ ছাড়িয়ে বর্হিবিশ্বে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা পরিষদ যশোর। এ পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শার্শার কৃতি সন্তান সর্ব মহলে সু পরিচিত মুখ সালেহ আহম্মেদ মিন্টু।
 বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন জেলা   যশোর। ব্রিটিশ আমলে খুলনা ছিল যশোর জেলার অধিভুক্ত একটি মহুকুমা। এ কারনেই যশোর পরিচিতি রয়েছে ব্যাপক।ভৌগোলিক সীমানা
উত্তরে ঝিনাইদহ জেলা ও মাগুরা জেলা, দক্ষিণ পূর্বে সাতক্ষীরা জেলা, দক্ষিণে খুলনা জেলা, পশ্চিমেভারত। পূর্বে নড়াইল জেলা।
যশোরের প্রশাসনিক ৮টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় পুলিশ থানা ও ক্যাপ্ম রয়েছে।যশোর সদর.মনিরামপুর, অভয়নগর  কেশবপুর  চৌগাছা.ঝিকরগাছা.বাঘারপাড়া ও
শার্শা উপজেলার রয়েছে ইতিহাস ও অতি প্রাচীন জনপদ। প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে মিশরীয়রা ভৈরব নদের তীরে এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। আনুমানিক ১৪৫০ খ্রীস্টাব্দের দিকে পীর খান জাহান আলী সহ বারজন আউলিয়া যশোরের মুড়লীতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এ স্থানে মুড়লী কসবা নামে একটি নতুন শহর গড়ে উঠে। ১৫৫৫ খ্রীস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয় যশোর-খুলনা-বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তভুর্ক্ত ছিলো। ১৭৪৭ খ্রীস্টাব্দের দিকে যশোর নাটোরের রাণী ভবানীর রাজ্যের অন্তভুর্ক্ত হয়। ১৭৮১ খৃষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং এটিই হচ্ছে বাংলাদেশের প্রথম জেলা। ১৮৬৪ সালে ঘোষিত হয় যশোর পৌরসভা।
 যশোর বিমান বন্দর এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার সাথে যশোরের রেল-যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন হয় জেলাটি।অর্থনীতিতে বেনাপোল স্থল বন্দর যশোরের অর্থনীতির অন্যতম প্রধান হয়ে ওঠে। শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বেনাপোলে অবস্থিত ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এর মাধ্যমে সংঘটিত হয়। ওপারে আছে পেট্রাপোল। সরকারি আমদানী শুল্ক আহরণে বেনাপোল স্থল বন্দরটির ভূমিকা তাৎপর্যপূর্ণ। এখানকার মানুষের জীবিকার অন্যতম সূত্র বেনাপোল স্থল বন্দরের কাস্টমস্‌ ক্লিয়ারিং এজেন্টের কাজ। আর এই বেনাপোল ও শার্শার জনপদ থেকে গড়ে ওঠা বেড়ে ওঠা বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত সৈনিক নাভারন কাজির বেড় গ্রামে জন্ম নেওয়া সালেহ আহম্মেদ মিন্টু জেলা পরিষদের মেম্বর থেকে নির্বাচিত হলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। বৃহস্পতিবার যশোরে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থার মধ্য দিয়ে ব্যালটের মাধ্যমে অনুষ্টিত হয় নির্বাচন। যশোর মনিরামপুর ও শার্শা নির্বাচনী এলাকাথেকে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে মাত্র এক ভোটের মাধ্যমে বিজয় অর্জন করেন সালেহ আহম্মেদ মিন্টু। স্থানীয় সরকাের মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। নব নির্বাচিত জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সালেহ আহম্মেদ মিন্টু তার প্রতিক্রিয়ায় জানান সবার ভালবাসা আন্তরিকতা ও সহযোতির ফসল এ বিজয়। বঙ্গবন্ধু ও জনবান্ধব সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার আদর্শে দেশ জাতি ও মানব কল্যান কাজ করে যেতে চান তিনি। সেবক হয়ে বেঁচে থাকতে চান মানুষের মাঝে। এজন্য চান সবার সহযোগিতা।

আরো পড়ুন

সর্বশেষ