শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর শহরের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মতবিনিময় সভা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের আঞ্চলিক মতবিনিময় সভা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের আয়োজনে তার ব্যক্তিগত কার্যালয়ে সাদেগ দারোগার মোড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের জেলা সহ-সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, জাতীয় শ্রমিকলীগের জেলা সহ-সভাপতি মুর্ত্তোজা হোসেন, শহর কৃষকলীগের সভাপতি এএসএম আব্দুর রউফ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রতন অধিকারী, সদস্য আব্দুস সালাম মোল্লা, আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, শাহাবুদ্দিন, শরাফত আলী, শেখ আব্দুর রউফ, সৈয়দ জাফর ফারুক, আসাদুজ্জামান আসাদ, রওশন আলী, আব্দুল হালিম শেখ, চঞ্চল মিয়া ও আব্দুল হালিম।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ ৯ নম্বর ওয়ার্ডকে আওয়ামী লীগের শক্তিশালী দূর্গ হিসেবে গড়ে তোলার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব ধরণের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সামনের দিনে একসাথে পথচলার আহবান জানানো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ