শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতে মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আরো খবর

একাত্তর ডেস্ক: ভারতের বিজেপি নেতা ও হরিয়ানা রাজ্যের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নারী অ্যাথলেটিক প্রশিক্ষক। এ বিষয়ে পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওই প্রশিক্ষক অভিযোগ করেন, হারিয়ে যাওয়া প্রশংসাপত্রের ব্যাপারে কথা বলতে সন্দীপের বাড়িতে গেলে যৌন হয়রানির স্বীকার হন তিনি। তবে মন্ত্রী সন্দীপ সিং এ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘আমার চরিত্র হনন করা হচ্ছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক। ’

অভিযোগকারী প্রশিক্ষক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা চান। রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গেও দেখা করতে চান তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা

আরো পড়ুন

সর্বশেষ