শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শা-বেনাপোলে ঘন কুয়াশায় ক্ষতির মুখে ধানবীজ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:– টানা কয়েকদিনের ঘন কুয়াশা ও প্রচন্ড কনকনে ঠান্ডাসহ হিমেল হাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানবীজ খোলা। পাতা শুকিয়ে হলুদ হয়ে মরে যাচ্ছে। ঔষধ ছিটিয়েও কাজ পাচ্ছেনা কৃষকেরা। পলিথিন দিয়ে বীজখোলা ঢেকে ঠান্ডা ও কুয়াশা থেকে রক্ষায় চেষ্টা চালাচ্ছেন কৃষকেরা। ফলে ধানচাষ নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন চাষীরা- চলতি মৌসুমে বোরো আবাদ ব্যাহত হওয়ায় আশংকা করছেন চাষীরা। কৃষি প্রধান উপজেলা শার্শার বেনাপোল নাভারন বাগআচড়া গোগা
কায়বা সহ ১১টি ইউনিয়েনের বীব খোলানিয়ে হতাশা ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন চাষী। ঠান্ডা ও কুয়াশায় অনেক বীজখোলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের হতাশা বাড়ছে। বিভিন্ন উপায়ে বীজ খোল্ধাসঢ়; রক্ষায় চেষ্টা চালাচ্ছেন তারা যশোরের শার্শা বেনাপোলে সাড়ে ২৬শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান বীজ খোলা তৈরী করা হয়েছে। তবে কুয়াশা ও ঠান্ডার কারনে কিছু জমিতে বীজ খোলা নষ্ট হচ্ছে। ক্ষতির হাত থেকে রক্ষায় বীজ খোলায় গরম পানি ও
পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি বিভাগ। ঠান্ডা কমলে ধানবীজ সুস্থ্য হয়ে উঠবে বলে জানান কৃষি কর্মকর্তারা–প্রতাপ কুমার মন্ডল তবে পলিথিন দিয়ে বীজখোলা ঢেকে দেওয়ায় সুফল পাচ্ছেন চাষীরা। ফলন ভাল
হওয়ায় আশা করেন কৃষকেরা।

আরো পড়ুন

সর্বশেষ