শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলের ঝিলে-বিলে অতিথি পাখির আগমন

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:মৌসুমী বায়ুর পালাবদলের সাথেই শীতের আগমনে প্রতিবছরের ন্যায় এবারও বেনাপোল নাভারন ও শার্শা এলাকার বিভিন্ন বিলে ঝিলে,জলাশয়ে ও গাছে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে বগ- সরাইল,ডংকুর,কাসতেচুড়া,চড়–ইসহ দেশ বিদেশী হাজারও অতিথি পাখি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাখির অভায়রন্যে আসছেন মানুষেরা। উপভোগ করছেন প্রাকৃতিক দৃষ্য। পাখির কিচির মিচিরে মুখরিত এলাকা, মুগ্ধ দর্শনাথীরা। কমে গেছে হাওড় বাওড় জলাশয়,বৃক্ষরাজি। নেই আগের মত অতিথি পাখির অভয়াশ্রম। শার্শার পদ্মবিল ও চাতরের বিলের বিভিন্ন ভেড়ী এলাকায় আসছে হরেক রকমের পাখি। বেনাপোল চেকপোষ্ট বাগ এ জান্নœাত মাদ্রাসার গাছে ও নাভারন গুরুর হাট এলাকার গাছে ঝাকে ঝাকে বসছে হরেক রকম পাখি। সকাল সন্ধা পাখির কিচির মিচিরে মুগ্ধ দর্শনার্থীসহ এলাকা মানুষ। সন্ধায় ফিরছে নীড়ে সকালে যাচ্ছে বিভিন্ন স্থানে উড়ে। মনমুগ্ধকর দৃষ্যে খুশি দর্শনাথী সহ স্থানীয়রা কমেছে গাছ ও জলাশয় বেড়েছে পাখি শিকারী,হারিয়ে যাচ্ছে বিদেশী
অতিথি পাখি। পরিবেশে পড়ছে বিরুপ প্রভাব। পাখির আবাসন ও রক্ষাবেক্ষনে প্রানীসম্পদ অধিদপ্তরসহ সবাইকে এগিয়ে আসার দাবী জানান সচেতন নাগরিকেরা স্থানীয়দের সহযোগিতায় অনেকস্থানে নিররপদ পরিবেশে পাখির অভয়াশ্রম
গড়ে উঠেছে। পাখি ও বন নিধনকারীদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহন সহ পাখি সু রক্ষায় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন প্রানী সম্পদ অধিদপ্তর।পাখি অভয়াশ্রম গড়তে ও সংরক্ষনে- পরিবেশের ভারসাম্য রক্ষায় গনসচেতনতা বৃদ্ধিসহ সরকারের সহযোগিতা চান সর্বসাধারন।

 

আরো পড়ুন

সর্বশেষ