বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা ও বেনাপোলে চলতি মৌসুমে টার্গেটের চেয়ে অতিরিক্ত বিনাচাষে সরিষার আবাদ হয়েছে। অল্প সময়ে স্বল্প খরচে বিনাচাষে সরিষার ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষকের ফিরছে সুদিন। দেশে ভোজ্য তেলের চাহিদা রয়েছে সর্বত্র। বিদেশে থেকে আমদানি করে মেটানো হয় অধিকাংশ ভোজ্য তেলের চাহিদা। সকারের গুনতে হয় বৈদেশিক মুদ্রা। প্রভাব পড়ে দেশের বাজারে। ভোজ্য তেলের চাহিদা ও ঘাটতি মিটাতে উদ্যোগ গ্রহণ করেছে কৃষি অধিদপ্তর। সরিষা চাষ বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। কৃষকদের সার বীজ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির সরিষা চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল জানান, শার্শা বেনাপোল নাভারন ও বাগআচড়া এলাকায় এবার কোন চাষ ছাড়াই সরিষার চাষ হয়েছে। এসব কৃষকদের সরিষা চাষে প্রশিক্ষন পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
বিনাচাষে সরিষার আবাদে ব্যাপক সাড়া

Previous article
Next article
