কেশবপুর প্রতিনিধি:কেশবপুরে অবৈধ ইটভাটা রোমান ব্রিক্সটি হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে দিয়েছেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট।
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বারোইহাটি মোড়ে রোমান ব্রিক্স দির্ঘদিন ধরে অবৈধ ভাবে গড়ে তুলেছেন সাতবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমান গং ।
লোকালয় গড়ে উঠা রোমান ব্রিক্সের কারণে এলাকায় বসবাসকারী মানুষের পরিবেশের দারুণ বিপর্যয় ঘটতে থাকে। এলাকাবাসীর প্রতিবাদকে উপো করে দির্ঘ দিন ধরে রোমান ব্রিক্সে ইট পোড়ানোর কাজ চালিয়ে আসছিল । এলাকা বাসির আবেদনের পরিপেক্ষিতে ইতিপূর্বে পরিবেশ অধিদপ্তর অবৈধ বেআইনি রোমান ব্রিক্সেটির ইট পোড়ানো বন্ধ করে দেয়। তার পরেও তাদের কার্যক্রম অব্যহত ভাবে চালিয়ে যেতে থাকে।
গতকাল বুধবার সকালে মহামান্য হাইকোর্টের আদেশের পরিপেেিত যশোর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন সুলতানা স্কোভেটার দিয়ে রোমান ব্রিক্সেটির আংশিক ভেঙ্গে দিয়েছে। এ সময়ে তাঁর সাথে উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার সহ পুলিশের একটি বিশেষ টিম।
এব্যাপারে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ারের কাছেজানতে চাইলে তিনি বলেন রোমান ব্রিক্সটি ইতিপূর্বে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরেও এবছর মহামান্য হাইকোর্টের আদেশের উপো করে ভাটায় ইট পোড়ানোর পরিকল্পনা চলছিল, বষিয়টি পরিবেশ অধিদপ্তর জানতে পেরে ভাটাটি আংশিক ভেঙ্গে দিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে যথাযথ কর্তৃপরে নির্দেশ অনুযায়ী ভাটাটি সম্পুর্ন অপসারণ করে নিবে মর্মে লিখিত মুচলিকা দিয়েছেন ইটভাটার মালিক সিদ্দিকুর রহমান গং।

