বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী থেকে ১২ টি স্বর্ণেরবারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান, পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১টার দিকে মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে লিটন মিয়া (২৮) শাহজাহান মন্ডল (৩২)কে ১২টি সোনার বার এবং একটি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। ১ কেজি ৪০২ গ্রাম ওজনের এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সাড়ে-৯০লাখ টাকা।
জব্দকৃত সোনা ও মোটর সাইকেলসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল সীমান্তে ৯০ লাখ টাকার সোনা জব্দ,আটক-২

