নিজস্ব প্রতিবেদক:যশোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দু’ভাই আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের ঘুনি গ্রামের মৃত মোতালেব বিশ্বাসের ছেলে ফজলুল হক (৬৫) ও শহিদুল ইসলাম (৬০)।
আহত শহিদুল ইসলাম জানান, তারা দু’ভাই যৌধ ভাবে বাড়ির পাশে নতুন করে আরও একটি বাড়ি নির্মাণ করছেন। রোববার সকালে তাদের ভাইপো জিহাদ ও জামাই নয়ন ওই জমি নিজেদের দাবি করে নিমার্ণ কাজ বন্ধ করে দেয়। এ সময় তাদের সাথে কথাকাটাকাটির এক পর্যায় জিহাদ ও নয়ন তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার ভাই ফজলুল রহমান বাধাদিতে এলে হামলাকারীরা তাকেউ কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বসুন্দিয়ায় দু’ভাইকে কুপিয়ে জখম

