নিজস্ব প্রতিবেদক:যশোরে ১২দিন ব্যাপি আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি)। থিয়েটার ক্যানভাস আয়োজিত নাট্য উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চস্থ হবে। এতে বাংলাদেশ-ভারতের ১২টি দল নাটক মঞ্চস্থ করবে।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
যশোর আন্তর্জাতিক নাট্য উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, স্বাধীনতার প্রথম জেলা যশোরকে শিল্প-সংস্কৃতির রাজধানী হিসেবে স্বীকৃতির লক্ষ্যে আগামী ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে থিয়েটার ক্যানভাস, যশোর। বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে উদ্বোধনী শোভাযাত্রা বের হবে। নাট্য উৎসবে উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
এছাড়া উৎসবের ১২ দিন সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একটি করে ১২টি নাটক মঞ্চস্থ হবে। উৎসবের দ্বিতীয় দিন ১৩ জানুয়ারী সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় থিয়েটার ক্যানভাসের আয়োজনে নাট্যকলা, উচ্চ শিক্ষা ও পেশা শিরোনামে একটি থিয়েটার সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহীন ইকবাল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, থিয়েটার ক্যানভাস যশোর প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন প্রমুখ।
যশোরে আন্তর্জাতিক নাট্য উৎসবে থাকছে ভারতের ১২টি দল

