নিজস্ব প্রতিবেদক:যশোরে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যশোর জেলা শাখার উদ্দ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে দড়াটানার বকুলতলায় বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে এ কম্বল বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিন্টু, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, যশোর জেলা শাখা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনসি মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক লুৎফর কবির বিজু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলি সদস্য আবুল হোসেন খাঁন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর আজাদ প্রমুখ।

