নিজস্ব প্রতিবেদক:যশোর-ঝিনাইদহ সড়কের শানতলা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় দু’জন মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, যশোর চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর কোটালিপাড়া গ্রামের কাদের শেখের ছেলে হযরত আলী (৩৫) ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছা গ্রামের ইসহাক আলীর ছেলে বুলু (৪০)।
পুলিশ জানায়, নিহত দু’জন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরে কাজ শেষে চুড়ামনকাটির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শানতলা নামকস্থালে পৌঁছালে অজ্ঞত পরিবহনের ধাক্কায় তারা ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সর্ভিস কর্মীরা তাদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

