নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার কায়েমখোলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইদ্রিস আলী (৫০) নামে এক সিকিউরিটি গার্ড জখম হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজন সূত্র জানায়, ইদ্রিস আলী কায়েমখোলা গ্রামের একটি ফার্মে সিকিউরিটি গার্ডের চাকুরি করেন। প্রতিদিনের মতো রোববার রাত ৭টার দিকে তিনি ওই ফার্মে ডিউটি করছিলেন। এ সময় একদল চোর গোপনে ওই ফার্মে প্রবেশ করলে তিনি চোর বলে চিৎকার করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

