নিজস্ব প্রতিবেদক:সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বিডি হলের সামনে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাকে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম মিলন সভাপতি যশোর জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান মিন্টু সহ- সভাপতি যশোর জেলা আওয়ামী।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাথার সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, অ্যাড. সোহরাব হোসেন, আকতারুজ্জামান টিটো, সোহাগ বিশ্বাস, তপু দাস, ওহিদুল ইসলাম তরফদার, আবুল হোসেন প্রমুখ।

