বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ কালাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে ২৫৪জন শিক্ষার্থী অংশগ্রন করে। সমাপনী অনুষ্ঠনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন এমপি শেখ আফিল উদ্দিন.। এসময় উপজেলা চেরারম্যান সিরাজুল হক মজ্ঞু.উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র.জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালেহ আহম্মেদ মিন্টু.শিক্ষা অফিসার হাফুজুর রহমান.অধ্যাক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ। প্রধান অতিথি বলেন খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। সবাইকে শিক্ষার সাথে খেলাধুলার সুযোগদিতে হবে।
শার্শায় শেখ কালাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন

Previous article
Next article
