নিজস্ব প্রতিবেদক: যশোরে অসহায় গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিার বিকালে শহরের মণিহার চত্বরে ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জান পিকুল, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম ও ডিবি’র ইন্সেপেক্টর রুপন কুমার সরকার।
যশোরে অসহায় গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ

