শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে সোহরাব হোসেন (৫৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ।সোমবার (২৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে আটক করেন।
আটক সোহরাব হোসেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোছাব্বির আলীর ছেলে।
এসআই নাজমুল হাসান বলেন, ১৯৯৮ সালে চাঁচড়া কাচা বাজার এলাকায় বাবু নামে একজন খুন হন। ওই খুনের ঘটনায় কোতয়ালী থানায় মামলা ১০/০৪.০৬.১৯৯৮ হয়। ওই মামলায় যশোর জেলা ও দায়রা জজ আদলতের বিজ্ঞ বিচারক সোহরাব হোসেনকে ২০০২ সালে যাবজ্জীবন সাজা দেন। তখন থেকে আসামি পলাতক ছিলো। সোমবার তাকে ঢাকা মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে।#

আরো পড়ুন

সর্বশেষ