নিজস্ব প্রতিবেদকঃ যশোর ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার প্রেসকব যশোরের হল রুমে প্রায় দুইশত হকারের মাঝে এ কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু । জেলা হকার্স ইউনিয়নের নেতা অব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ- প্রচার সম্পাদক, লুৎফুল কবীর বিজু, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লা প্রমুখ।
সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যের মাঝে কম্বল বিতরণ

