শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন 

আরো খবর

হুমায়ুন কবির, কালীগঞ্জ ঝিনাইদহ :ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ২০২৩ সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচিত কালীগঞ্জপৌর ব্যবসায়ী সমিতি পরিষদের পক্ষ থেকে  গত কাল ২৫ জানুয়ারি বুধবার নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নিরিবিলি পিকনিক স্পটে এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। উক্ত বনভোজনে কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির প্রায় ৩ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির পক্ষে  বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাইনুল ইসলামের  সার্বিক তত্ত্বাবধায়নে বনভোজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত বনভোজনে ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য কালিগঞ্জ পৌর মেয়র , কাউন্সিলরবৃন্দ ও এই সমিতির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোরাঘুরি, নানা রকম খেলাধুলা ও র‍্যাফেল ড্র’র মাধ্যমে সমিতির সকল সদস্য ও অতিথিবৃন্দ আনন্দ-উৎসবে একীভূত হয়ে যান।কালিগঞ্জ বড় ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ইনতাদুল ইসলাম ইন্তা সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে বার্ষিক বনভোজনে আগত সকল ব্যবসায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন

সর্বশেষ