শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শেষ হলো সপ্তাহব্যাপী মধুমেলা

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার
সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহাকবি মাইকেল
মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী
এ মধুমেলার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ
সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর
মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র
রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস
এম রুহুল আমীন, সাংবাদিক শ্যামল সরকার, কেশবপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান ও
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী
মোস্তাফিজুল ইসলাম মুক্ত। শুভেচ্ছা বক্তব্য দেন
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার
ঘোষ,  অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী,
ডুমুরিয়া

মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল
ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-
জামান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
এসময় সাগড়দাঁড়িতে মধুসূদন বিশ্ববিদ্যালয় স্থাপনের
দাবিতে প্রধান অতিথি যশোর-৬ (কেশবপুর) আসনের
সংসদ সদস্য শাহীন চাকলাদারের নিকট স্মারকলিপি
প্রদান করেন মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয়
বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট আবু বকর
সিদ্দিক, কবি খোন্দকার খোশরু পারভেজ, সাংবাদিক
দিলিপ মদক, আব্দুল মজিদসহ নেতৃবৃন্দ।

মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে গানকবি
ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা
‘মমতাময়ী মা’ মঞ্চস্থ হয়।

আরো পড়ুন

সর্বশেষ