শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে গোপন বৈঠক থেকে   ১১ জামায়াত নেতাকর্মি গ্রেপ্তার

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে গোপন বৈঠকের সময় জামায়াতের ১১ নেতাকর্মিকে গ্রেপ্তার
করেছে পুলিশ। সোমবার গভীররাতে নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার হাসমত
ফকিরের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই
নাশকতা মামলার এজাহারভ’ক্ত আসামী। গ্রেফতারকৃতদের কাছ থেকে জামায়াত
সংগঠনের বই ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আজ (৩১জানুয়ারি) দুপুরে
আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়পুর গ্রামের হাসমত ফকির, মো. আব্দুল
হান্নান, মো.ওমর ফারুক মোল্যা ও মো.আরমান শেখ। ভওয়াখালী গ্রামের হিমু
মল্লিক, আলাদাপুরের মো, ফরহাদ হোসেন ও মো. মশিউর রহমান, উজিরপুর
গ্রামের মো. আব্দুল মান্নান (মীর্জাপুর ইউনাইটেড কলেজের শিক্ষক),
বিজয়পুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মো. রহমান উল্লাহ।
পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর সরকারী ¯’াপনায় নাশকতার উদ্দেশ্যে
শহরের মুচিরপোল এলাকায় জামায়াত নেকর্মিরা জড়ো হয়। এসময় তারা
উস্কানীমুলক শ্লোগান দেয়। পরে পুলিশের উপ¯ি’তি টের পেয়ে পালিয়ে যায়।
ওইদিন সদর থানায় ১শ’ ২০ জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।
গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ওই মামলার আসামী। ##

আরো পড়ুন

সর্বশেষ