শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ এক বিধবাকে দীর্ঘদিন উত্যক্তসহ কু-প্রস্তাবের এক পর্যায় জোর পুর্বক যৌন নিপীড়নের এক পর্যায় জাপটে ধরার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার ৩০ জানুয়ারী বিকেলে মামলাটি করেন, সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বিধবা (৪০)। মামলায় আসামী করেন, সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়া ৯নং ওয়ার্ড শ্বশুর মৃত নওশের আলী বিশ্বাসের বাড়ি মৃত মান্নান মোল্যার ছেলে  আমজেদ হোসেন। পুলিশ আমজেদ
হোসেনকে গ্রেফতার করেছে।

মামলায় বিধবা নারী উল্লেখ করেন, আসামী আমজেদ হোসেনের স্বভাব চরিত্র ভালনা। দুঃশ্চরিত্র ও লম্পট প্রকৃতির ছেলে। লম্পট আমজেদ হোসেনের বাড়ি বাদির বাড়ি হতে ৩শ’ গজ দূরে। সেই সূত্র ধরে আসামী বাদির প্রতিবেশী। বাদির স্বামী বিগত ৮ বছর পূর্বে মারা যায়। বাদির দুই ছেলে ও এক মেয়ে আছে। বাদির মেয়ের অন্যত্র বিয়ে হওয়ায় বাদি তার দুই ছেলে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে। বাদি অত্যন্ত কষ্টে দিনযাপন করে আসছে। লম্পট আজমেদ হোসেনা দীর্ঘদিন বাদির যাতায়াতের পথে-
ঘাটে এমনকি সুযোগ বুঝে বাড়ির আশ পাশে এসে প্রায় সময় উত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছে। বাদি আসামীর কু-প্রস্তাবে রাজী
না হওয়ায় আসামী বাদিসহ বাদির সন্তানদের ক্ষতি করবে মর্মে হুমকী দিয়ে আসছে। গত ১৭ জানুয়ারী রাত ১১ টায় বাদি স্থানীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠান শেষে বাদি তার বাড়িতে আসে। ওই দিন রাত পৌনে ১২ টায় বাদি প্রকৃতির ডাকে দরজা খুলে বাড়ির বাইরে উঠানের উত্তর পাশের বাথরুমে যায় এবং অনুমান ৫ মিনিট পর বাথরুম থেকে বাইরে হওয়ার সাথে সাথে সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা উক্ত লম্পট আমজেদ হোসেন হঠাৎ পিছন দিক হতে বাদিকে জাপটে ধরে অসৎ উদ্দেশ্যে বাদির শরীরের বিভিন্ন স্থানসহ স্পর্শ কাতর স্থানে হাত দেয়। ওই সময় বাদির ডাক চিৎকারে বাদির জাসহ ৩জন ও আশপাশের
প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনা শোনে ও দেখে। লম্পট আমজেদ হোসেন অবস্থা বেগতিক দেখে বাদিকে ছেলে কৌশলে দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ লম্পট আমজেদ হোসেনকে গ্রেফতার করে মঙ্গলবার ৩১ জানুয়ারী আদালতে সোপর্দ করে।

আরো পড়ুন

সর্বশেষ