নিজস্ব প্রতিবেদকঃ গাঁজা বেচাকেনার অভিযোগে আকাশ (২৩) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের বকচর প্রাইমারী স্কুলের পিছনে মনিরুলের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে সোমবার ৩০ জানুয়ারী রাতে মামলা হয়েছে। পুলিশ আসামীকে মঙ্গলবার ৩১ জানুয়ারী আদালতে সোপর্দ করেছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, থানার এক এসআইসহ একদল পুলিশ সোমবার ৩০ জানুয়ারী রাত সোয়া ৯ টার পর গোপন সূত্রে খবর পান শহরের বকচর চৌধুরী পাড়ার জনৈক ইয়াসিন আলীর এর নিউ পিয়াস এন্ড পাপ্পু টেইলার্সের সামনে এক গাঁজা বিক্রেতা অবস্থান নিয়ে গাঁজা বেচাকেনার করছে। উক্ত সংবাদের ভিতিতে সেখানে রাত সাড়ে ৯ টায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা গাঁজা বিক্রেতা আকাশ কৌশলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।

