শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় পাওনা টাকা না দেয়ায় ভাটা অবরোধ

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর থানাধীন জোড়দিয়া আন্দার মানিক এলাকায় বিসমিল্লাহ ব্রিকস্ নামক একটি ভাটা অবরোধ করে দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ভাটা মালিক সদরের বাটকেখালি এলাকার নাসির গাজীর ছেলে আবদুল জব্বার (৬০)। তিনি অভিযোগ করে জানান, সদরের জোড়দিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মোঃ মহসিন (৪০) তার ভাটায় মাটি সরবরাহের কাজ করত। তার সাথে আমাদের কিছু লেনদেন আছে। বর্তমানে সে তার সন্ত্রাসী দলবল ২০/২৫ জন লোক নিয়ে সবসময় ভাটায় অবস্থান করে সে ভাটাটি অবরুদ্ধ করে আছে। এই চলতি মৌসুমে সে ভাটায় ব্যবসা পরিচালনা করতে দিচ্ছে না সে। বিগত দিনেও সে এমন আচরণ করে প্রায় চার মাস সে ভাটাটি অবরুদ্ধ করে রাখে। যার ফলে আমি প্রায় দুই কোটি টাকা ক্ষতির সম্মুখিন হয়েছি। বর্তমানে জবর দখলকারী মহাসিন তাকে ভাটা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে আসছে, না হলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।
সরেজমিন দেখা যায়, ভাটাটির রাস্তার উপরে দুইটি ট্রাকটর দিয়ে রাস্তা অবরোধ করা। সাংবাদিকদের আসার খবরে মহাসিনের ব্যবসায়িক পার্টনার পরিচয় দিয়ে ডালিম নামের ব্যক্তির নেতৃত্বে ১০/১২ জন লোক ভাটার ভিতর থেকে বেরিয়ে এসে বলতে থাকে টাকা পাবো টাকা দেন।
এ বিষয়ে ডালিম নামের ওই ব্যক্তির কাছে জানতে চাইলে সে মহসিনের সাথে কথা বলতে বলে।
এ ঘটনায় মহসিন রাস্তা আটকে দেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা টাকা পাবো। আপনি প্রয়োজনে চেয়ারম্যানের সাথে কথা বলেন। তিনি বিষয়টি দেখছেন।

আরো পড়ুন

সর্বশেষ