নওয়াপাড়া পৌর প্রতিনিধি:যশোরের অভয়নগর উপজেলায় এক ব্যবসায়ীর চেক বই লুটের ঘটনায় ৫ জনকে আসামি করে একটি চেক বই উদ্ধারের আদালতে মামলা হয়েছে। রবিবার (৫ ফেব্রয়ারী) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত অভয়নগর যশোরে মামলাটি করেছেন উপজেলার ধোপাদী গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে মোঃ আবু হানিফ (রিপন)। মামলার আসামি হল, ধোপাদী গ্রামের মৃত- ছলিম মুন্সীর ছেলে মোঃ আনিছুর রহমান(৪২), লক্ষিপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোঃ রিংকু(২৮), ধোপাদী গ্রামের মোঃ মোক্তার গাজীর ছেলে মোঃ ইমরান হোসেন(২৭), একই গ্রামের হালিম মুন্সীর ছেলে মোঃ হাফিজুর রহমান(৩৮), আং রহমান দপ্তরীর ছেলে মামুন(২৩)। মামলা সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ২০২২ইং তারিখে বাদি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন, উল্লেখিত আসামিরা দীর্ঘদিন বাদির কাছে চাঁদা দাবি করে আসছিল,ঘটনার দিন আসামিরা একত্র হয়ে বাদির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বাদিকে মারপিট করে অপহরণ করে নিয়ে যায়। আসামিরা ওই সময় ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা সহ মামলায় উল্লেখিত চেক বই লুট করে নিয়ে যায়। যে কারনে বাদি ন্যায় বিচারের স্বার্থে চেক বই উদ্ধারের মামলাটি করেছেন। যার ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৩২৩/৩৮০/১১৪ দঃ বিঃ বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অভয়নগরে ব্যবসায়ীর চেকের পাতা লুটের ঘটনায় আদালতে মামলা

Previous article
Next article
