শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে ৮দলীয় কেরামবোর্ড টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

আরো খবর

 

এম. আব্দুল করিম, কেশবপুর থেকে:
যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন কেরামবোর্ড টুর্ণামেন্ট প্রতিযোগিতার দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চলনায় শনিবার রাতে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় আব্দুল করিম-সুশান্ত জুটির সাথে শেখ শাহিনুর ইসলাম-শহিদুল ইসলাম জুটির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম খাঁন। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতে টান টান উত্তেজনার হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়, আর শেষ হয় রাত সাড়ে ৮টায়। এ খেলায় শেখ শাহিনুর ইসলাম-শহিদুল ইসলাম জুটিকে ২-১ গেমে পরাজিত করে আব্দুল করিম-সুশান্ত জুটি সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেন। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহিনুর ইসলাম। এর আগেরদিন শুক্রবার রাতে উদ্বোধনী ম্যাচে উৎপল দে-আব্দুল মোমিন জুটিকে ২-০ গেমে পরাজিত করে আব্দুল্লাহ আল ফুয়াদ-কামরুজ্জামান জুটি সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেন। আগামী ৯ ডিসেম্বর এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং ১০ ডিসেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ