নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুরে মাছের ঘের থেকে প্রকাশ মল্লিক (৪৩) নামে এক দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ নভেম্বর) মণিরামপুরের কালিবাড়ি বকুলতলা সংলগ্ন ওয়াদুদ শেখের ঘের থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
প্রকাশ মল্লিক অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলেরগাতী গ্রামের মৃত প্রহলাদ মল্লিকের ছেলে। স্বজনদের অভিযোগ, দুই দিন আগে কেউ তাকে হত্যা করে লাশ ঘেরে ফেলে রেখে যায়।
গত বছরে মণিরামপুরের হাজিরহাট এলাকায় রফিক নামে এক অটোরিকশা চালকের লাশ পাওয়া যায়। এই ঘটনায় মণিরামপুর থানায় করা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন প্রকাশ।
পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে ঘেরে লাশ ভাসতে দেখে নেহালপুর ক্যাম্পে খবর দেয় স্থানীয়রা।
নিহতের ভাই অসিত মল্লিক বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেয়ে নেহালপুরের কালিবাড়ির উদ্দেশ্যে বের হন প্রকাশ। রাত ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন। রবিবার দুপুরে লাশ উদ্ধারের খবর পান পরিবারের লোকজন।
তিনি জানান, প্রকাশের নামে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা ছিল। তবে কখনও জেল খাটেননি। কারও সঙ্গে শত্রুতা ছিল কি-না তা জানা নেই।
নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান বলেন, অন্য এলাকা থেকে কেউ হত্যা করে লাশ ঘেরে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার নামে থানায় একটি মামলা রয়েছে বলে শুনেছি।

