শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে  একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরো খবর

 প্রতিনিধি:অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা এবং মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে পৃথকভাবে এ সভা দুটি অনুষ্ঠিত হয়। দুটি সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহম্মেদ খান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান বিশ্বাস, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, অভয়নগর থানার প্রতিনিধি এসআই শামীম, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ফারুক আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও সূধীজনেরা।

আরো পড়ুন

সর্বশেষ