শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মাদকদ্রব্যসহ আটক ১

আরো খবর

প্রেমবাগ (অভয়নগর) প্রতিনিধি:অভয়নগরে মাদকদ্রব্য বহনের দায়ে জবেদ আলী (৫০) নাম এক মোটরসাইকল চালককে আটক করেছে পুলিশ। এসময় মাটরসাইকেল থেকে লাফিয় মাদক মামলায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম (৪৩) পালিয় যায়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজলার ভাঙ্গাগেট এলাকায় সাউথ বেঙ্গল ফার্টিলাইজারর গুদামের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার দায়ে অভয়নগর থানায় মামলা দায়ের হয়েছে।
আটক জবেদ আলী যশোর মনিরামপুর উপজেলার হালশা গ্রামের মৃত ইরফান সরদারের ছেলে।পলাতক তরিকুল ইসলাম একই উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার নামে কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের মামলা রেয়েছ।আটক জবেদ আলী ও পলাতক তরিকুল ইসলামপর বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ভাঙ্গাগেট এলাকায় মাদক বিরাধী অভিযান চালানো হয়।সাউথ বেঙ্গল ফার্টিলাইজারর গুদামের সামনে একটি মোটরসাইকেল থামানো হয়। এ সময় মাটরসাইকেল থেকে লাফিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক পালিয় যায়। পরে মটরসাইকেল চালক জবেদ আলী জানান,পালিয়ে যাওয়া যুবকের নাম তরিকুল ইসলাম।মাঝে মধ্যে সে যাত্রী হিসেবে তার মাটরসাইকল করে অভয়নগর যাতায়াত করত।
পুলিশ আরও জানায়,পলাতক তরিকুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের মামলা রয়েছ। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আরো পড়ুন

সর্বশেষ