শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 নাভারণে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদসহ ভ্রাম্যমান আদালতের জরিমানা  

আরো খবর

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় ফুটপাত থেকে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার (১৬ই ফেব্রæয়ারী) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ইসলাম।
এসময় স্কুলের পাশে দোকান বসিয়ে সিগারেট বিক্রিসহ নানা অভিযোগে ৩ দোকান মালিককে ২৫ হাজার ও রাস্তার ফিটনেস বিহীন অবৈধ ভাবে চলাচলকারি মাঠি বাহী একট ট্রাকটর ড্রাইভাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, যশোর-বেনাপোল হাইওয়ে মহানড়কে সড়কের নাভারন একটি ঐহিত্যবাহী বড় বাজার। এই বাজারে অবৈধ স্থাপনা ছিলো। যার কারনে এ বাজারে কোন না কোন দুর্ঘটনা লেগেই থাকতো এবং দূর্ঘটনায় অনেকে মারাও গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিত্বের নজরে পড়ে।
পরবর্তিতে মাসিক মিটিংএ অবৈধ স্থাপনা অপসারনের বিষয়টি সিদ্ধান্ত হয়। এর পরে স্থানীয় চেয়ারম্যান দুইদিন মাইকিং করার পরও দেখা যায় যে কেও কর্নপাত করেনি।
তাছাড়া এলাকায় ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার ফলে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তিতে দূর্ঘটনা এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে এসময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিস, স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ