নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব-সংঘাতের সম্ভাবনা এবং অবৈধ অস্ত্র মজুদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে (৫ মে ২০২৫) এক সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। কালিয়ায় উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে সোমবার মধ্যরাতে শুরু হওয়া এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও দুইরাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
এ ঘটনায় কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়া থেকে থেকে তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন, ওই গ্রামের জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ (৪০)। উদ্ধারকৃত এসব অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের সোমবার সকালে নড়াগাতি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর নিকট গোয়োন্দা খবর ছিল নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকায় স্থানীয় কয়েকটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যে কোনো মূহুর্তে ওই এলাকায় সংঘর্ষ হতে পারে। এরই ভিত্তিতে রবিবার দিনগত রাত ২টা ৩০ মিনিট থেকে সোমবার সকাল ৭টা ৩০মিনিট পর্যন্ত স্থানীয় পুলিশের সহায়তায় কলাবাড়িয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান, ২ রাইন্ড গুলি, ১০টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৭টি চাপাতি, ৫টি টেটা ও একটি কলম উদ্ধার করে। এ ঘটনায় সন্দেভাজন তিন ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। পরে অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের নড়াগাতি থানয় হস্তান্তর করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও আটকৃত তিন ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছেন। তাঁদেরকে দুপুরে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

