বেনাপোল প্রতিনিধি :সবুজ অরন্যে ঘেরা পল্লী যশােরর শার্শা উপজেলার সাড়ে ৪লাখ নারী পুরুষের ঈদ বিনােদনে সরকারি বরসরকারি ভাবে কােন বিনােদন কেন্দ্র বা পার্ক গড়ে উঠেনি আজও।
বন্দর নগরী বেনাপােলও নেই কােন বিনােদনের স্পট। তাইতাে ঈদের দিন থেকেই শার্শা বেনাপােলের মানুষ ঈদ পরবর্তী সময় কাটাতে বা একুট আনন্দ ভ্রমনে বিনােদনের আশায় সকাল থেকে সন্ধা পর্যন্ত বাইপাস সড়কে ও পৌর গেইটের সামনে আসছেন নারীপুরুষ ও শিশু কিশােররা। সব বয়সের মানুষের মিলন মেলায় পরিনত-হছে স্পটটি। ঘুরর ফিরে ফুসকা খেয়ে-ঘুরে স্বজনদের সাথে সময় কাটাচ্ছেন নারীরা ও গল্প গুজবে মসগুল থাকছে আগতরা।
ঈদ মানেই খুশি ঈদ মানেই আনদ-পরিবার পরিজন বন্ধু বান্ধব ও শভাকাঙ্খিদের নিয়ে আসছেন এখানে। আড্ডা দিচ্ছে অনেকে।ব্যাবসা বান্ধব শহর বেনাপােলে কৃষি পল্লীখ্যাক উপজলা শার্শায় চিত্র বিনােদনের জন্য
কােন পার্ক বা বিনােদনে এলাকা গড় উঠনি।
বিনােদন বঞ্চিত এসব মানুষ রাস্তা ও জঙ্গলকেই বেছে নিচ্ছেন। এখানেই মিটাছেন বিনােদনের খােরাক। গা গ্রামের মানুষ সহ ব্যাবসায়ি ও চাকুরীজিবিসহ সর্বমহলর মানুষ এসব স্পটেই মিটাচ্ছেনন ঈদ উৎসব আনুষ্টানিকতা। আসাদুজামান ও হাবিবুর রহমান বলেন–বিনোদন মানুষের সুস্বস্থ্য রাখ। এজন্য সরকারের দৃষ্টি কামনা করেছেন তারা।
বিনােদন মানুষের আনদের খােরাক জােগায়। ঈদে মানুষেরা এক অবসর সময় কাটাতে পৌর গেইটে আসছেন বসছে নানান শ্রেনী পেশার মানুষের মিলন মেলা।

